PAE সর্বদা সঠিক কাজটি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর এই কারনেই আমাদের একটি “ইথিকস ও কমপ্লায়েন্স প্রোগ্রাম” রয়েছে এবং আমরা PAE Code of Conduct (আচরণ বিধি) প্রস্তুত করেছি।
যেসব কর্মী বিশ্বাস করেন যে তারা নিয়ম ভঙ্গের ব্যাপারে জানেন বা সন্দেহ করেন, তারা এসম্পর্কে রিপোর্ট করবেন বলে প্রত্যাশা ও উৎসাহিত করা হচ্ছে। কর্মীরা অনেক উপায়ে এই নিয়মাবলীর সাথে সম্পৃক্ত কোন ঘটনা বা উদ্বেগ সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। তারা তাদের উদ্বেগ বা চিন্তার বিষয় নিয়ে তাদের ম্যানেজার, প্রোগ্রাম এলাকার ফ্যাসিলিটি সিকিউরিটি অফিসার, অথবা তাদের হিউম্যান রিসোর্সেস বিজনেস পার্টনারের সাথে আলোচনা করতে পারেন। কর্মীরা এই ওয়েবসাইটের রিপোর্টিং পেজ ব্যাবহার করে লাইটহাউস সার্ভিসেস এর সাথেও যোগাযোগ করতে পারবেন। বেনামে ও গোপনে এসব রিপোর্ট তৈরি করা যাবে।
দৈনন্দিন ব্যবসায়িক বিষয়বস্তু এই সার্ভিসের মাধ্যমে সাবমিট না করে কর্মীর সুপারভাইজার বরাবর পাঠানো উচিত।